স্বদেশ

ফেনীতে অর্থ পাচারকালে কালোবাজারিকে আটক করেছে বিজিবি।

১৭ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনীর ফুলগাজী উপজেলার খেজুরিয়া ক্যাম্প বিজিবির সদস্যরা এক চোরাকারবারিকে আটককরেছেন। তার নাম মোঃজসিম উদ্দিন (৪৫)। তিনি উপজেলার আমজাদ হাট ইউনিয়নের খেজুরিয়া গ্রামেরবাসীন্দা।
বৃহস্পতিবার বিকালে সীমান্তবর্তী দেবীপুর এলাকা থেকে বর্ডার গার্ড ব্যাটেলিয়ান (বিজিবি) তাকে আটক  করেছেন।
খেজুরিয়া ক্যাম্পের বিজিবির হাবিলদার আবদুল মান্নান বলেন, বৃহস্পতিবার (১৬ মে) সকালে বিজিবি নিয়মিত টহলকারী দল উপজেলার আমজাদ হাট ইউনিয়নের ভারতীয় সীমান্ত এলাকা দেবীপুরে টহল দিচ্ছিলেন। এসময় বিজিবিকে দেখে দৌড়ে পালানোর সময় তাকে আটক করা হয়। তিনি বলেন, আটককৃত ব্যাক্তি একজন চোরাকারবারি।
বিজিবি তার দেহ তল্লাশি করে নগদ দুই  লক্ষ ৫ শত টাকা, ভারতীয় একটি মোবাইল সীমসহ একটি স্যম্পনী মোবাইল সেট উদ্ধার করেন। আটককৃত জসিম উদ্দিন জানান, ভারতীয় নাগরিক বাবুল বিশ্বাসকে(৪৫)  টাকা প্রদানের জন্য তিনি সীমান্ত এলাকা দেবীপুর দিয়ে ভারত যাচ্ছিলেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কুতুব উদ্দীন জানান, খেজুরিয়া ক্যাম্প বিজিবির হাবিলদার আবদুল মান্নান বাদি হয়ে তার বিরুদ্ধে থানায় লিখিত  অভিযোগ দিয়েছেন। তিনি বলেন, আসামির বিরুদ্ধে  বিশেষ ক্ষমতা আইনে মামলা নেওয়া হয়েছে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button