April 18, 2024, 3:17 am

ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বিদায় সংবর্ধনা।

২৪ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনীর পূর্ব সীমান্তবর্তী মাদক ও ডাকাতির জোন নামে খ্যাত ছাগলনাইয়া থানায় ২০১৮ সালের ২ ফেব্রুয়ারী অফিসার ইনর্চাজ (ওসি) পদে দায়িত্ব ভার গ্রহণ করেন,এম এম মুর্শেদ পিপিএম।দীর্ঘ প্রায় এক বছর তিন মাস ছাগলনাইয়া থানায় দায়িত্ব পালনকালীন সময়ে এই থানা এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আপোষহীন ভূমিকা পালনে দৃষ্টান্ত মূলক ইতিহাস রচনা করে,সিআইডিতে যোগদানের লক্ষে আবেদনের প্রেক্ষিতে নিজ ইচ্ছায় বদলী হয়ে ঢাকায় চলে যাচ্ছেন ওসি মুর্শেদ।২৩ মে সন্ধ্যায় ছাগলনাইয়া থানা প্রশাসন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে এই এলাকার সর্বস্থরের জনগণের কাছথেকে বিদায় সংবর্ধনায় সংবর্ধিত হয়ে,আনুষ্ঠানিক ভাবে বিদায় নিলেন ওসি এম এম মুর্শেদ পিপিএম।
ছাগলনাইয়া থানা এলাকায় মাদকের জিরো টলারেন্স বাস্তবায়ন,ডাকাতি সন্ত্রাস,চাঁদাবাজী,চুরি,ছিনতাই,ভূমি দখল,ইভটিজিং এবং জঙ্গিবাদ দমনসহ থানা এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে,গত এক বছর তিন মাসের দায়িত্ব পালনে ওসি মুর্শেদ ইষ্পাত কঠিন ভূমিকা পালনে আপোসহীন থেকে যুগান্তকারী যে,দৃষ্টান্ত স্থাপন করেছেন,ছাগলনাইয়া থানা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যাবধী এই থানায় ওসি পদে দায়িত্ব পালন করে যাওয়া আর কোন ওসি এমন দৃষ্টান্ত স্থাপন করে যেতে পারেন নি।
প্রমাণ স্বরুপ বলাযায়,ছাগলনাইয়া থানা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মাদক প্রবন ও ডাকাতির জোন নামে খ্যাত এই থানা এলাকায় এইসব নিয়ন্ত্রণে, পুলিশের সাথে ক্রসফায়ারে একাধীক মাদক ব্যবসায়ী বা ডাকাত নিহত হওয়ার ঘটনা ওসি মুর্শেদ এর দায়িত্ব পালনকালীন সময়ে ব্যাতিত অন্য কোন সময়ে ঘটেছে এমন কোন প্রমাণ নেই।
ছাগলনাইয়া থানা থেকে নিজ ইচ্ছায় বদলী হওয়া সদ্য বিদায় নেওয়া ওসি এম এম মুর্শেদ পিপিএম এর দায়িত্ব পালনকালীন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তিনি গত এক বছরে যে,সফলতা অর্জন করেছেন,তার চিত্র তুলে ধরলাম।
ওসি মুর্শেদ এর দায়িত্ব পালনকালীন ০২-০২-২০১৮ ইং থেকে ০২-০২-২০১৯ ইং পর্যন্ত ছাগলনাইয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে-০৪ টি, আসামী গ্রেপ্তার হয়েছে-০৮ জন।মালামাল উদ্ধার হয়েছে-৫,৫৬,০০০ টাকার।ডাকাত গ্রেপ্তার-৬২ জন,চোর গ্রেপ্তার-২৮ জন।চোরাইকৃত উদ্ধার করা মামামালের মূল্য-২,২৬৬,০০০টাকা।অস্ত্র ও গুলি উদ্ধার-০৩ টি এলজি,০৯ টি কার্তুজ।নিয়মিত মামলায় গ্রেপ্তার-২৬৬ জন।গ্রেপ্তারী পরোয়ানা মূলে গ্রেপ্তার,জিআর-৯৬০ জন,সিআর-৪৬৬ জন,সাজাপ্রাপ্ত-২৮ জন।বন্দুক যুদ্ধে ০২ ডাকাত ও ০১ মাদক ব্যবসায়ী নিহত।বন্দুক যুদ্ধে পা হারিয়েছে-০৩ ডাকাত,০২ মাদক ব্যবসায়ী ও ০১ গরু চোর।এর পূর্বে ছাগলনাইয়া থানায় দায়িত্ব পালন করে যাওয়া আর কোন ওসি এমন সফলতা দেখিয়ে যেতে পারেন নি।
হঠাৎ নিজ ইচ্ছায় ওসি মুর্শেদ এর বিদায় সংবাদ শুনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আগত স্থানীয় রাজনৈতীক ব্যাক্তিত্ব,জনপ্রতিনিধি,সাংবাদিক ও সুশীল সমাজসহ থানায় দায়িত্বরত অন্যান্য অফিসার বৃন্দ এবং পুলিশ সদস্যগণ এই সময় আবেগা আপ্লুত হয়ে পড়েন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা