খেলা
চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালের জন্য প্রস্তুত হ্যারি কেইন
২৮ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি .কম, ডেস্ক রিপোর্ট :
চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে লিভারপুলের বিপক্ষে ইনজুরি কাটিয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন হ্যারি কেইন। গোড়ালির ইনজুরির কারণে সেমিফাইনাল মিস করা কেইন দলের সঙ্গে অনুশীলন যোগ দিয়েছেন। এই ইংলিশ স্ট্রাইকার স্বপ্ন দেখছেন ফাইনালে বাজিমাতের।
আগামী শনিবার (১ জুন) মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিটন স্টেডিয়ামে লিভারপুলের মুখোমুখি হবে টটেনহ্যাম হটস্পার। ২০০৮ সালের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে অল ইংলিশ ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে দারুণ এক রূপকথা উপহার দিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে টটেনহ্যাম হটস্পার। এই ফাইনাল ম্যাচকে বিশ্বকাপ ফাইনালের মতোই গুরুত্বপুর্ণ বলে মনে করছেন টটেনহ্যাম হটস্পারের কোচ মাউরোসিও পচেত্তিনো। সব মিলিয়ে ফাইনালে আরো একটি চমকের অপেক্ষায় এই কোচ ।
আরআইএস