অন্যান্য

ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় বিভিন্ন জেলায় প্রস্তুতি নিচ্ছে প্রশাসন

চট্টগ্রামের উপকূলীয় ৮ উপজেলায় নিয়ন্ত্রণকক্ষ খোলার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এসব উপজেলার নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুল আবছার জানান, সমুদ্রসৈকতে পর্যটকদের স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেকোনো দুর্ঘটনা এড়াতে সৈকতে প্রস্তুত রাখা হয়েছে লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ।

বরিশালে প্রস্তুত ২৩২টি সাইক্লোন শেল্টার। মজুত রাখা হয়েছে জরুরি ত্রাণসামগ্রী ও শুকনো খাবার। সাতক্ষীরায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ এবং উপকূলীয় এলাকার মানুষকে সাইক্লোন শেল্টারে আসার প্রস্তুতি নিতে মাইকিং করা হচ্ছে।

লক্ষ্মীপুরে ৭৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করার পাশাপাশি গঠন করা হয়েছে বিশেষ মেডিকেল টিম।

 

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button