সারাদেশ
ঘূর্ণিঝড়’ ফণী” থেকে রক্ষায় জনগণকে সচেতন করে তুলছি : ইউ এন ও ‘ মেঘনা।

২ মে ২০১৯,
বিন্দুবাংলা টিভি. কম,
মেঘনা প্রতিনিধি : ঘূর্ণিঝড় ফণী’থেকে রক্ষায় জনগনকে নিরাপদে থাকতে সচেতনতা মুলক যথেষ্ট ভূমিকা রাখছে কুমিল্লার মেঘনা উপজেলা প্রশাসন বললেন নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভিন। তিনি আজ মুঠোফোনে বিন্দুবাংলা টিভি কে এ কথা বলেন। তিনি বলেন ইতিমধ্যেই দায়িত্বশীল সবার কাছে খবর পাঠানো হয়েছে আমরা মাইকিং করবো সময় তো আরো আছে ,সব রকমের প্রস্তুতি প্রশাসন থেকে নেওয়ার চেষ্টা চালাচ্ছি।
,(বিজ্ঞাপন)