সারাদেশ

গজারিয়ায় প্রতিপক্ষের গুলিতে এক যুবক গুলিবিদ্ধ, আটক ১২

১৩ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,এম ডি ওসমান

: গজারিয়া উপজেলার ইসমাইনের চরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আরমান (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় আরমানকে উপজেলা ফায়ার সার্ভিস এর এম্বলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন উর রশিদ জানান, শিপইয়ার্ডের ভাঙ্গারী (গর্দা) দখল নেয়াকে কেন্দ্র করে রিপন গ্রুপ ও আতাউর গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্ধন্ধ সংঘাত লেগে আছে। তারই ধারাবাহিকতায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে রিপন গ্রুপের লোকজন আতাউার গ্রুপের লোকদের বাড়িতে হামলা চালায়। এসময় রিপন গ্রুপের লোকেরা আতাউর গ্রুপের আরমানকে গুলি করে পালিয়ে যায়। আরমানের বুকে ও ডান হাতে গুলি লাগলে গুরুতর আহত হয় আরমান। স্থানীয় লোকেরা তাকে গজারিয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা করে ,তাকে ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়।
এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে রিপন গ্রুপের ১২ জনকে আটক করেছে বলে জানান ওসি।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button