অপরাধ

কুষ্টিয়ায় নবম শ্রেণির অপহৃত ছাত্রী উদ্ধা, অপহরণকারী আটক।

২৪ মে ২০১৯ বিন্দুবাংলা টিভি . কম,

এম,এইচ,আল-মামুনঃঃ

কুষ্টিয়া সদর উপজেলা ইবি থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাজপাড়া গ্রামের মশিউর রহমানের ছেলে এক বাচ্চার জনক ইলিয়াস(৩৫)নাবালিকা মেয়ে তৈলটুপি মাধ্যমিক বিদ্যলয়ের মেধাবী ছাত্রী, নবম শ্রেনীতে পড়ুয়া ছদ্মনাম ঝিনুক(জন্ম তারিখ ২৩/৬/২০০৫) কে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ের প্রলভোন দিয়ে নিয়ে যায়।স্থানীয় মন্ডল মাত্বরের কাছে গিয়ে অনেক নাটকীয় দেখার পরেও সমাধান না পাওয়া,মেয়েটির মা থানায় অভিযোগ করে।অভিযোগটি থানায় আমলে নেয়,বিষāয়টি,মামনীয় পুলিশ সুপার, জনাব এস এম তানভীর আরাফাত, পিপিএম (বার) স্যারের দিকনির্দেশনা নেন,ওসি রতন শেখ।সেই মোতাবেক ৮ ঘন্টার মধ্যেই ওসি রতন,ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানার জটারখালী এলাকা থেকে আসামীর হেফাজত থেকে নাবালিকা মেয়েটিকে উদ্ধার সহ আসামী কে আটক করেন।ওসি রতন শেখকে সহযোগিতা করেন, এস আই গোলাম। মেয়টির অভিভাবক সহ মেয়েটির স্কুলের সহপাঠীরা বাংলাদেশ পুলিশ কে ধন্যবাদ জানায়।ç

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button