সারাদেশ

কলঙ্ক নিয়ে মাথা নতকরে ১০ বছর চাকুরী না করে বাঘের মত ১০ দিন চাকুরী করা অনেক সম্মানের: পুলিশ সুপার ফেনী।

১৫ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম   

সৈয়দ কামাল,ফেনী থেকেঃসোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকান্ডে গাফিলতির অভিযোগে ফেনীর সাবেক এসপি, ওসি সহ দুই উপ-পরিদর্শককে প্রত্যাহারের পর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কাজী মনিরুজ্জামান।কলঙ্ক নিয়ে মাথা নতকরে ১০ বছর চাকুরী না করে,বাঘের মত ১০ দিন চাকুরী করা অনেক সম্মানের।
বুধবার দুপুরে ফেনী জেলা পুলিশ লাইন সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এমনটি বলেন তিনি।

এসময় জেলা পুলিশের সদস্যদের সতর্ক করে দিয়ে বলেন, জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে।অপরাধের সাথে যে-ই জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।ফেনী জেলা পুলিশের কোন সদস্য ও যদি জড়িত থাকে তার বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা।অন্যায়ের কাছে মাথা নত না করে ঐক্যবদ্ধ হয়ে দূর্নীতি,জঙ্গী-সন্ত্রাস ও মাদক থেকে দূরে থাকার আহবান জানিয়ে এদের দমনে সহয়তা করার আহবান জানান নতুন পুলিশ সুপার।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button