বিনোদন

এবার ছোট পর্দায় অভিনয় করছেন চিত্রনায়িকা চম্পা

২২ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম,

বিনোদন ডেস্ক :রিনি ও নীল দুই বন্ধু। তাদের বসবাস শহরে। মর্জিনা (চম্পা) নামের এক মহিলাকে খুঁজছেন তারা। এজন্য শহর থেকে প্রথমবার তাদের গ্রামে যাওয়া।

কিন্তু কেন এই মহিলাকে খুঁজছে তারা? রিনি জানলেও নীল এর কিছুই জানেন না। নীলের কোন প্রশ্নের জবাবও দেয় না রিনি। সে শুধু নীলকে বলেন, সে যা যা বলতে এবং করতে বলে যেন সেটাই করে। অনেক খুঁজে অবশেষে মর্জিনার সন্ধান পায় তারা। এর পর কী হবে তা জানা যাবে বিশেষ টেলিফিল্ম ‘অভাগিনী মা’তে।

নস পালের গল্পে টেলিফিল্মটি নির্মাণ করেছেন গোলাম হাবিব লিটু। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা চম্পা। তাকে একজন দুঃখী মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এর অন্যান্য চরিত্রে রয়েছেন শবনম ফারিয়া, জীবন রায়, বাবু, সোহেলী, বৃষ্টি প্রমুখ।

শুক্রবার (২৪ মে) দুপুর ২টা ৪৫ মিনিটে চ্যানেল আইতে ‘অভাগিনী মা’ প্রচার হবে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button