April 19, 2024, 3:51 pm

পাঠ্যবইয়ের ভুল সংশোধনের কাজ চলছে : শিক্ষামন্ত্রী

২৭ এপ্রিল ২০১৯,

বিন্দুবাংলা টিভি .কম,ডেস্ক রিপোর্টঃ      বইয়ের ভুল-ত্রুটি চিহ্নিত করা হয়েছে এবং সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২৭ এপ্রিল) বিকালে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে নবনির্বাচিত চেয়ারম্যানদের প্রথম মাসিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, কিছু কিছু পাঠ্যপুস্তকে কোথাও কোথাও অসঙ্গতি আছে। কোথাও কোথাও সমস্যা আছে। আমরা চলতি বছর সমস্ত পাঠ্যপুস্তক পুনর্বিবেচনা করছি, রিভিউ করছি। কাজেই কোথাও কোথাও যে সমস্যা আছে, সেগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি। সেগুলো সংশোধনের কাজ চলছে। আপনাদের কাছেও যদি অসঙ্গতির খবর থাকে আমাদের জানাবেন। আমরা নিশ্চয়ই সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেব।

মন্ত্রী আরো বলেন, এবারের এসএসসি-এইচএসসি পরীক্ষাগুলো ভালোভাবে সম্পন্ন হয়েছে। যেসব পরীক্ষা রয়েছে সেগুলোও ভালোভাবে সম্পন্ন হবে।

সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবুল নঈম পাটওয়ারী দুলাল, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান, উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমা প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা