আন্তর্জাতিক

মোদির আমলে বেকারত্ব বাড়ছেই

ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বছরে দু’কোটি কর্মসংস্থান করা হবে। তবে তাঁর পাঁচ বছরের শাসনামলে ভারতে কর্মসংস্থান বাড়েনি। বরং বেকারত্বের হার আরো বেড়েছে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই)-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিএমআইই-এর রিপোর্ট বলছে, ভারতে এপ্রিলের প্রথম তিন সপ্তাহে বেকারত্বের হার দাঁড়িয়েছে যথাক্রমে ৭ দশমিক ৯ শতাংশ, ৮ দশমিক ১ শতাংশ এবং ৮ দশমিক ৪ শতাংশ।

এর আগে তাদেরই রিপোর্ট বলেছিল, ফেব্রুয়ারিতে বেকারত্বের হার ছুঁয়েছে ৭ দশমিক ২ শতাংশ, যা ২০১৬ সালের সেপ্টেম্বরের পরে সবচেয়ে বেশি। মার্চে এই হার ছিল ৬ দশমিক ৭ শতাংশ।

এদিকে, ২০১৭-১৮ সালের এনএসএসও-র সমীক্ষা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছিল ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। যেখানে বলা হয়, ২০১৭-১৮ সালে বেকারত্ব ছিল ৬ দশমিক ১ শতাংশ যা ৪৫ বছরে সর্বোচ্চ।

এ বিষয়টি নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে মোদি সরকার। চলতি লোকসভা নির্বাচনে নিজেদের ৪২ পাতার ইশতেহারে কর্মসংস্থান নিয়ে তেমন কিছু বলেনি বিজেপি। নতুন কোনও প্রতিশ্রুতিও দেওয়া হয়নি।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button