জাতীয়

দেশকে এগিয়ে নিতে ছাত্রলীগকে ভূমিকা রাখাতে হবে: ইঞ্জিনিয়ার সবুর

 ২৭ এপ্রিল ২০১৯,

বিন্দুবাংলা টিভি. কম,ডেস্ক রিপোর্ট :

শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)
ছাত্রলীগে এ্যালামনাই এ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, ‘ছাত্রলীগকে সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের এমন কোনো ছাত্র সংসদ নেই যেখানে ঐক্যবদ্ধ ছাত্রলীগ জয় পাবে না। সব ছাত্র সংসদেই শেখ হাসিনার ছাত্রলীগ জয়ী হবে।’

চুয়েট ছাত্রলীগের সাবেক নেতাদের প্রশংসা করে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, ‘চুয়েট ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। দেশেকে এগিয়ে নিতে এই প্রকৌশলীদের অবদান উত্তরসূরীদের অনুপ্রাণিত করবে।’

এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নূরুজ্জামান, আইইবি’র সাবেক সভাপতি প্রকৌশলী কবির আহমেদ ভূইয়া প্রমুখ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button