জাতীয়

দলের সিদ্ধান্তেই শপথ গ্রহণ : উকিল আবদুস সাত্তার ভূঁইয়া

২৯ এপ্রিল ২০১৯,

বিন্দুবাংলা টিভি. কম,   ডেস্ক রিপোর্ট :

দলের সিদ্ধান্তেই শপথ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার ভূঁইয়া।

সোমবার বিকালে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে শপথ গ্রহণের জন্য সংসদ ভবনে হাজির হন বিএনপি থেকে নির্বাচিত ৪ সংসদ সদস্য। উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ছাড়া বাকিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশীদ, বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের মোশারফ হোসেন।

এর আগে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ ও গণফোরামের মোকাব্বির খান।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button