জাতীয়

ঈদের আগেই উন্মুক্ত হবে মেঘনা-গোমতী সেতু।

৩০ এপ্রিল ২০১৯

,বিন্দুবাংলা টিভি. কম,

স্টাফ রিপোর্টারঃ
আগামী ঈদুল ফিতরের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।
তিনি জানান, ৯শ’ ৩০ মিটার দৈর্ঘ্যরে দ্বিতীয় মেঘনা সেতু এবং ১ হাজার ৪শ’ ১০ মিটার দৈর্ঘ্যরে গোমতী সেতুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।

মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা সেতুর টোলপ্লাজায় অত্যাধুনিক ইলেকট্রিক টোল আদায় সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সচিব নজরুল ইসলাম আরো জানান, বৈদ্যুতিক প্রক্রিয়ায় টোলপ্লাজায় কোন যানবাহন না থামিয়ে এবং নগদ অর্থ ছাড়াই ব্যাংক একাউন্টের মাধ্যমে টোল পরিশোধ করা যাবে। এতে করে টোলপ্লাজায় টোল আদায়ের কারণে মহাসড়কে যে যানজট সৃষ্টি হতো, তা আর হবে না।

এ প্রযুক্তি ব্যবহারের ফলে মহাসড়ক অনেকটাই যানজটমুক্ত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান ও হাইওয়ে পুলিশের এসপি শফিকুল ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button